ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. সুদানে কলেরা মহামারি, ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
দ. সুদানে কলেরা মহামারি, ২৯ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে মহামারি আকার নিয়েছে কলেরা। জুনে ছড়িয়ে পড়া এ কলেরায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ছয়জনই পাঁচ বছরের কম বয়সী শিশু।

কলেরায় ভুগছে আরও ৪৮৪ জন। এছাড়া, ঝুঁকিতে রয়েছে কয়েক সহস্রাধিক মানুষ।

জুনের শেষে জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিট্যারিয়ান  অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) দেওয়া এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার (৩ জুলাই) এ খবর দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়, জরুরি পদক্ষেপ না নেওয়া হলে ঝুঁকিতে থাকা পাঁচ বছরের কম বয়সী পাঁচ হাজারেরও বেশি শিশু মারাত্মক বিপদে পড়ে যেতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
 
গত ২৩ জুন পর্যন্ত কলেরায় ১৮ জনের মৃত্যু হলে দেশজুড়ে ডায়রিয়া মহামারির সতর্কতা জারি করে দক্ষিণ সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর সেখানে কলেরা প্রতিরোধক ভ্যাকসিন শিবির চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (হু) স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। তবে, এ ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে জানাচ্ছে হু।

গৃহযুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে গত ১৮ মাসে প্রায় দেড় লাখ মানুষ জাতিসংঘের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। শরণার্থ শিবিরের মানবেতর জীবন প্রায়ই তাদের প্রাণঘাতী রোগের মুখে ঠেলে দিচ্ছে। গত  বছর কলেরা ছড়িয়ে পড়লে অন্তত ১৬৭ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।