ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে শতাধিক হামাস সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
পশ্চিম তীরে শতাধিক হামাস সদস্য আটক

ঢাকা: পশ্চিম তীরে শতাধিক হামাস সদস্যকে আটক করেছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (০৩ জুলাই) এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে ওই হামাস সদস্যদের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে, হামাসের মুখপাত্র সামি আবু জুহরি নিরাপত্তা বাহিনীর এই অভিযানে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এতে করে শান্তি স্থাপনের পথ আরও সংকীর্ণ হয়ে পড়লো।

এসময় তিনি ইসরায়েলি কর্তৃপক্ষকে নিরাপত্তা ইস্যুতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহায়তা দেওয়ার বিষয়েও কঠোর সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএইচ

** পশ্চিম তীরে হামাসের আরও ৪০ সদস্য আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।