ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় গত ৭২ ঘণ্টায় অন্তত ১৪০ জন নিহত হয়েছে।
বুধবার (১ জুলাই) রাত থেকে বোর্নোর কুয়াকাওয়া শহর ও তৎসংলগ্ন মাইদুগুরিসহ বিভিন্ন অঞ্চলে এ হামলা চালানো হয়।
কুয়াকাওয়ার সরকারি কর্মকর্তারা জানান, ওই রাতে শহরের বেশ ক’টি মসজিদে হামলা চালিয়ে ৯৭ পুরুষ, নারী ও শিশুসহ শতাধিক লোককে হত্যা করে জঙ্গিরা।
প্রায় একইসময় শহরের উপকণ্ঠে দু’টি গ্রামেও হামলা চালিয়ে নারী শিশুসহ আরও ডজন তিনেক লোককে হত্যা করে বোকো হারাম জঙ্গিরা। এরপর বৃহস্পতিবার পার্শ্ববর্তী মাইদুগুরি শহরেও হামলা চালিয়ে হত্যা করে আরও চারজনকে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানান, বুধবার রাত থেকে গত ৭২ ঘণ্টায় বোর্নো ও তৎসংলগ্ন অঞ্চলে রক্তের বন্যা বইয়ে দেয় জঙ্গিরা। তাদের এ হত্যাযজ্ঞে পুরো বোর্নো রাজ্যে যুদ্ধাতঙ্ক বিরাজ করছে।
তবে, জঙ্গিদের দমনে সরকার সশস্ত্র বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন ওই সংবাদকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এইচএ/