ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় বিস্ফোরণ, ব্যাপক হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
সোমালিয়ায় বিস্ফোরণ, ব্যাপক হতাহতের আশঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ায় সরকারি বাহিনীকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৩ জুলাই) এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সোমালিয়ার দক্ষিণাঞ্চলে ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। তবে এ বিস্ফোরণে ব্যাপক সংখ্যাক মানুষ হতাহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় কারা জড়িতদের ব্যাপারে কিছু জানা যায়নি। কোনো সংগঠনের পক্ষ থেকেও এর দায় স্বীকার করে নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।