ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘না’ ভোট দিতে গ্রিক প্রধানমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
‘না’ ভোট দিতে গ্রিক প্রধানমন্ত্রীর আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস

ঢাকা: গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস জোর আহ্বান জানিয়েছেন ঋণদাতাদের ‘ব্ল্যাকমেইল’ প্রত্যাখ্যান করতে। জনগণের কাছে তিনি এও বার্তা দিয়েছেন যে, রোববারের গণভোটে বেইলআউট প্রস্তাবে তারা যেন অবশ্যই ‘না’ ভোট দেন।



শুক্রবার স্থানীয় একটি টেলিভিশনের মাধ্যমে তিনি এ বার্তা পৌঁছান।

জনগণকে জোরালো আহ্বান জানিয়ে গ্রিস প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গ্রিসের অবস্থান ঝুঁকির মুখে নেই।

অ্যালেক্সি সিপ্রাস বারবারই এ কথা বলে ‍আসলেও বিভিন্ন আন্তর্জাতিক জরিপ বলছে, গ্রিকবাসীর বেশির ভাগই গণভোটে বেইলআউট প্রস্তাবের পক্ষেই ভোট দিতে পারেন। এখন সময়ই বলে দেবে এর ফলাফল কী হয়।

রোববারের গণভোটে ঋণদাতাদের বেইলআউট প্রস্তাবের শর্তে ‘হ্যাঁ’/‘না’ ভোট দিতে হবে। ‘না’ জয়যুক্ত হলে গ্রিস ইউরোজোন থেকে বের হয়ে যেতে পারে।

এদিকে গণভোটে ‘না’ জয়ী হলে তা গ্রিসকে সহায়তা করবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইউরোজোনের অর্থমন্ত্রীদের সংগঠন ইউরোপ গ্রুপের প্রধান জেরান ডেইসলব্লুম। আগামী রোববারের এ গণভোটে ‘না’ পাস হলে গ্রিসের জন্য নতুন করে বেইলআউট প্যাকেজ তৈরি করা খুবই কঠিন হবে বলেও মন্তব্য তার।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।