ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিতর্কে এবার রাহুল গান্ধীকে জড়ালেন ললিত মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
বিতর্কে এবার রাহুল গান্ধীকে জড়ালেন ললিত মোদি

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ‍দুর্নীতির খলনায়ক ললিত মোদি তাকে নিয়ে সৃষ্ট বিতর্কে এবার কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকেই জড়িয়ে ফেললেন। তিনি দাবি করেছেন, তার মেয়াদকালে আইপিএল চলাকালে ‘আপ্যায়নের উষ্ণতা’ নিয়েছিলেন রাহুলও।



শুক্রবার (৩ জুলাই) রাতে এক টুইটার বার্তায় নতুন এ বিতর্কিত বক্তব্য দেন ললিত। শনিবার (৪ জুলাই) এ খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ললিত টুইটার বার্তায় তার অভিযোগ খণ্ডানোর জন্য রাহুল ও তার ভগ্নিপতি রবার্ট ভদ্রকে চ্যালেঞ্জও করেছেন।

এ নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, রাহুল গান্ধী, রবার্ট ভদ্রসহ বেশ ক’জন তারকা ব্যক্তিকে নিয়ে গ্যালারিতে বসে খেলা দেখার একটি ছবি পোস্ট করেছেন ললিত। ছবিতে রাহুল ও তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন বলে দেখা যায়।

অনেক আগে থেকেই দুর্নীতিতে অভিযুক্ত ললিত তাকে নিয়ে সৃষ্ট বিতর্কে রাজনীতিকদের জড়িয়ে ফেলছিলেন। সবশেষে তার শিকার হলেন সাবেক ক্ষমতাসীনদের ভাইস প্রেসিডেন্ট রাহুল।

সংবাদমাধ্যম বলছে, ললিতকাণ্ডে বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ কর্মকর্তাদের অবস্থান নিয়ে তুমুল সমালোচনা করছিলেন রাহুল গান্ধী। এবার সেই তাকেই বিতর্কের জালে টেনে নিলেন ললিত।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।