ঢাকা: ইয়েমেন থেকে সৌদি আরবের সীমান্তবর্তী শহর নাজরান ও জিজানে ব্যাপক বোমা হামলা চালিয়েছে শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় বেশ কয়েকজন সৌদি সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
শুক্রবার (০৩ জুলাই) হামলাগুলো পরিচালিত হয়। তবে হামলায় কত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত স্পষ্ট কিছু জানাতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
হুথি নিয়ন্ত্রিত সংবাদসংস্থা সাবা জানিয়েছে, জিজান বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে অন্তত ১৩টি শেল ছোঁড়া হয় হামলার সময়।
হামলায় সৌদি রাজকীয় সেনাবাহিনীর বেশ কিছু ভারী যুদ্ধাস্ত্রও ধ্বংস হয়েছে বলে সেনা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে, একইদিন সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর বিমান হামলায় ইয়েমেনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
আরএইচ