ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পালমিরায় ২৫ সিরীয় সৈন্যকে হত্যা করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
পালমিরায় ২৫ সিরীয় সৈন্যকে হত্যা করেছে আইএস ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার প্রাচীন ঐতিহ্যবাহী শহর পালমিরাতে ২৫ জন সিরীয় সৈন্যকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার  (আইএসআইএস) জঙ্গিরা।

শনিবার দখলকৃত পালমিরার প্রাচীন শহরের থিয়েটার মঞ্চে তাদের গুলি করে মারা হয়।

এরপর এ হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করা হয়।

এই ২৫ সৈন্যকে আইএসের কিশোর সদস্যরা গুলি করে হত্যা করে। এ সময় তাদের পরনে সবুজ ও বাদামি রঙের পোশাক পরা ছিল।

তাদের গুলি করে মারার সময় দর্শক সারিতে তখন অনেক তরুণ ও শিশুদের অবস্থান করতে দেখা যায়।

আইএস জঙ্গিরা ২১ মে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পালমিরা সিরিয়ার সৈন্যদের কাছ থেকে দখল করে নেয়। এই ঐতিহ্যবাহী প্রাচীন শহরটি সিরিয়ার রাজধানী দামাস্কাস থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে,, আইএসের তাকফিরি গ্রুপ মোট ২০০ জনকে হত্যা করেছে। এর মধ্যে সাধারণ মানুষও রয়েছেন। তারা ২৭ মে প্রথম পালমিরাতে হত্যাযজ্ঞ চালায়।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
টিআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।