ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিনাইয়ে বিমান হামলায় ২৫ আইএসের মৃত্যুর দাবি মিশরের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
সিনাইয়ে বিমান হামলায় ২৫ আইএসের মৃত্যুর দাবি মিশরের ছবি: সংগৃহীত

ঢাকা: সিনাইয়ে বিমান হামলায় অন্তত ২৫ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মিশরীয় সেনাবাহিনী।

শনিবার (০৪ জুলাই) সিনাইয়ের শেখ যুয়েইদ শহরে এ হামলা পরিচালিত হয় বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় জঙ্গিদের হতাহত হওয়ার পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরকও ধ্বংস হয়েছে।

একইদিন সিনাইয়ের রাজধানী এল-আরিশে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি সফর করেছেন। এদিন তিনি সেনা ও পুলিশের প্রস্তুতি পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা আমার কাছে বড় কিছু নয়। আমি চাই পরিস্থিতি পুরোপুরি শান্ত থাকবে।

সিসি জঙ্গিদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিনাইয়ে সেনাবাহিনীর যে অংশটিকে সক্রিয় দেখা যাচ্ছে, তা মিশরের পুরো সেনাবাহিনীর মাত্র এক ভাগ।

এদিকে, শনিবার (০৪ জুলাই) পৃথক এক ঘটনায় শেখ যুয়েইদ শহরে শেলের আঘাতে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। তবে জঙ্গিদের, না কি মিশরীয় সেনাবাহিনীর শেলের আঘাতে তাদের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।