ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সরকারি বাহিনীর অভিযানে ইরাকে নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
সরকারি বাহিনীর অভিযানে ইরাকে নিহত অর্ধশত ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে সরকারি বাহিনীর অভিযানে অর্ধ শতাধিক লোক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত অর্ধশত।



শনিবার (০৪ জুলাই) স্থানীয় সময় দিনগত মধ্যরাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর রামাদি ও ফাল্লুজায় এ অভিযানগুলো পরিচালিত হয়। এসময় বিমান ও কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রামাদিতে বিমান হামলায় একটি ক্যাফেতে অন্তত ২৭ জন নিহত ও ৩০ জন আহত হন। আর ফাল্লুজার উত্তরে শেলের আঘাতে অন্তত ২৪ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

হতাহতদের বেশিরভাগই বেসামরিক তরুণ বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানালেও তা প্রত্যাখ্যান করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের স্থাপনা লক্ষ্য করেই অভিযানগুলো পরিচালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।