ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বেইলআউট’ প্রত্যাখ্যান করল গ্রিসের জনগণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
‘বেইলআউট’ প্রত্যাখ্যান করল গ্রিসের জনগণ ছবি : সংগৃহীত

ঢাকা: গ্রিসে গণভোটে ফলাফলে দেখা গেছে ভোটাররা আন্তর্জাতিক বেইলআউট প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ গ্রিসে না ভোটের জয় হয়েছে।



ঋণদাতাদের দেওয়া কঠোর কৃচ্ছ্র সাধনের শর্তসংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব (বেইলআউট) গ্রহণ করা হবে কি না-গণভোটে বিবেচ্য ছিল সেটিই। ‘না’-এর জয় সেই প্রস্তাব প্রত্যাখ্যান।

বিবিসির ‍অনলাইনের খবরে বলা হয়, প্রায় সবকটি ব্যালট গণনা শেষে দেখা গেছে ‘না’ ভোট বিজয়ী হয়েছে। এর ফলে বিরোধীরা শঙ্কা করছেন, গ্রিস ইউরোজোন থেকে বের হয়ে যেতে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ৬১ ভাগ ‘না’ ভোট ও ৩৯ ভাগ ‘হ্যাঁ’ ভোট পড়েছে।

‘না’ ভোট দেওয়ার জন্য গ্রিসের সরকার গত কয়েক দিন ধরে জনগণকে উদ্বুদ্ধ করছিলেন।

ফলাফল প্রকাশের পর নিজেদের জয় উদযাপনে পার্লামেন্ট ভবনের সামনে সিনদাগমা স্কয়ারে জড়ো হয় শতশত মানুষ।

রোববার ফলাফল প্রকাশিত হওয়ার পর গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বলেন, গ্রিসের জনগণ ইউরোপের ঐক্য ও গণতন্ত্র বজায় রাখার পক্ষেই ভোট দিয়েছেন।

টেলিভিশনে ভাষণে তিনি বলেন, আগামীকাল আমরা আলোচনার টেবিলে পুনরায় ফিরতে যাচ্ছি এবং আমাদের প্রাথমিক অগ্রাধিকার হচ্ছে অর্থনৈতিক স্থিতিশিলতা আনয়ন।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।