ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর শিকাগোতে দফায় দফায় গুলির ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশু, ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৫ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।
৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটে। শিকাগো পুলিশের বরাত দিয়ে সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিজয় জালা জানান, বিক্ষিপ্ত ৩৩টি গুলির ঘটনা ৩ জুলাই থেকে ৫ জুলাই বিকেল পর্যন্ত ঘটে।
এছাড়া, ৪ জুলাই স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে বুকে গুলিবিদ্ধ হয়ে সাত বছর বয়সী শিশুটি নিহত হয় বলেও জানান বিজয় মালা।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এইচএ