ঢাকা: গণভোটে ‘না’ জয়যুক্ত হওয়ায় গ্রিসের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (০৬ জুলাই) গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাসকে টেলিফোনে তিনি এ অভিনন্দন ও সমর্থনের কথা জানান বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন।
এসময় পুতিন সিপরাসকে বলেন, গ্রিসের জনগণ তাদের সমস্যাগুলোকে জয় করতে পেরেছে। তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও সমর্থন রইলো।
আন্তর্জাতিক ঋণদাতাদের কঠিন শর্ত মেনে নতুন ঋণচুক্তি করা হবে কি না, সে ব্যাপারে জনগণের রায় জানতে রোববার (০৫ জুলাই) গ্রিসে গণভোটের আয়োজন করা হয়। এতে ৬১ শতাংশ ভোটার প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাসের যুক্তিতে আস্থা রেখে ‘না’ ভোট দেন। আর ৩৯ শতাংশ ভোটার ‘হা’ ভোটের পক্ষে তাদের রায় দেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
আরএইচ/