ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে বোমা হামলায় নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
ইয়েমেনে বোমা হামলায় নিহত অর্ধশত ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনীর বিমান হামলায় অর্ধশতাধিক বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোক।



সোমবার (০৬ জুলাই) দেশটির বন্দরনগরী এডেনে এ বিমান হামলার ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনী সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

চলতি বছর ২৫ মার্চ ইয়েমেন সরকারের অনুরোধের প্রেক্ষিতে ইয়েমেনে শিয়াপন্থি হুথি ও সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের অনুগত বাহিনীর সদস্যদের দমনে সৌদি আরবের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান শুরু করে। এ অভিযানে সৌদি রাজকীয় সেনাবাহিনী ছাড়াও অংশ নিচ্ছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সেনারা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।