ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের সঙ্গে আলোচনা

পাকিস্তান সফরে আফগান প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
পাকিস্তান সফরে আফগান প্রতিনিধি দল সংগৃহীত

ঢাকা: তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে আফগানিস্তানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করছেন। তবে তালেবান আদৌ আলোচনায় বসবে কিনা সে ব্যাপারে কোনো তথ্য নেই।



মঙ্গলবার (০৭ জুলাই) পাকিস্তানের দৈনিক ডন অনলাইনের খবরে এ তথ্য দেওয়া হয়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি এক টুইটার বার্তায় জানান, হাই পিচ কাউন্সিলের (এইচপিসি) একটি প্রতিনিধি দল তালেবানের সঙ্গে সমঝোতায় পাকিস্তান সফর করছেন।

এদিকে গণির সহকারী মুখপাত্র সাইয়েদ জাফর হাশমি সফরের সত্যতা নিশ্চিত করে জানান, উপ পররাষ্ট্রমন্ত্রী হেকমত খলিল কারজাইয়ের নেতৃত্বে একটি দল তালেবানের সঙ্গে আলোচনায় পাকিস্তানে গেছেন।

তবে হাশমি আলোচনার বিষয়বস্তু, সময়সীমা ও তালেবানের অংশগ্রহণ সম্পর্কে কিছুই বলেননি।

আনুষ্ঠানিকভাবে এর আগেও তালেবানের সঙ্গে একাধিকবার আলোচনা শুরু করতে গিয়েও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি আফগানরা। যদিও গোপনে এক দু’বার অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।  

যেমন: গত মাসে নরওয়েতে তালেবান আলোচনায় অংশ নেয় বলে স্বীকার করেছে। তার আগে মে মাসে একই কায়দায় কাতারে তালেবানের সঙ্গে আফগানিস্তানের বৈঠক হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।