ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে সেনাবাহিনীর অস্ত্রাগারে চুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
ফ্রান্সে সেনাবাহিনীর অস্ত্রাগারে চুরি

ঢাকা: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মিরামাসে সেনা বেসক্যাম্পের একটি অস্ত্রাগারে চুরির ঘটনা ঘটেছে।

ওই অস্ত্রাগার থেকে সোমবার ১৮০ টি ডেটোনেটর ও ৪০ টি গ্রেনেড চুরি হয়েছে বলে জানা যায়।



মঙ্গলবার (০৭ জুলাই) এ ঘটনার তদন্তকারী সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।

এদিকে, এ চুরির ঘটনায় ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সব সামরিক অস্ত্রাগারের অস্ত্র ও বিস্ফোরক পুনরায় গণনার নির্দেশ দিয়েছে।

মিরামাসের বেসক্যাম্পের এই অস্ত্রাগারটি ফরাসি সেনাবাহিনীর জন্য অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের একটি বড় ভাণ্ডার হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘন্টা, জুলাই ০৭, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।