ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ২০ ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪০ জন।



বুধবার (৮ জুলাই) শহরের টারনোল এলাকার কাছে ফাতাহজাং রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুই দিক থেকে দুইটি যাত্রীবাহী ভ্যান, একটি কোস্টার এবং একটি মাজদা গাড়ির চতুর্মুখী সংঘর্ষ হয়।

ডন অনলাইনের খবরে বলা হয়, অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এসময় স্থানীয় ও স্বেচ্ছাসেবকরা হতাহতদের ডিস্ট্রিক্ট রাওয়ালপিন্ডি অ্যান্ড পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে নিয়ে যান।

খবরে বলা হয়, অতিরিক্ত গতির কারণেই সংঘর্ষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।