ঢাকা: অস্তিত্ব হুমকির মুখে পড়লে পাকিস্তান প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুমকি দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
স্বদেশি সাংবাদিক ও সামরিক বিশ্লেষক সালেম সাফির সঙ্গে জিও টিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ হুমকি দেন।
খাজা আসিফ বলেন, যদি আমাদের বাঁচার স্বার্থে দরকার পড়ে, তবে আমরা সেগুলো (পারমাণবিক বোমা) ব্যবহার করবো। পরমাণু অস্ত্র প্রদর্শনের জন্য নয়। এটা একটা (অস্তিত্ব রক্ষার) উপায়।
তিনি বলেন, আমাদের প্রার্থনা করা উচিত; যেন এ ধরনের উপায় অবলম্বনের কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। কিন্তু যদি সেগুলোকে (পারমাণবিক অস্ত্র) আমাদের দরকার পড়ে, তাহলে আমরা ব্যবহার করবো।
পাকিস্তানের প্রভাবশালী এ মন্ত্রী ভারতকে অভিযুক্ত করে বলেন, তারা পাকিস্তানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসকে উস্কে দিয়ে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি ভারত ও পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির পর এ কথার তীর ছুঁড়লেন খাজা আসিফ।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এইচএ