ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচন ৮ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচন ৮ নভেম্বর ছবি: সংগৃহীত

ঢাকা: মিয়ানমারে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচনী এক কর্মকর্তা বিবিসিকে জানান, আগামী ৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

বিগত ২৫ বছরের মধ্যে এটিই প্রথম সাধারণ নির্বাচন।

বুধবার আরো পরের দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

২০১০ সালে দেশটিতে সামরিক শাসনের অবসান হয়। এরপর থেকে সেনা সমর্থিত একটি বেসামরিক সরকার দেশ চালাচ্ছে।

ধারণা করা হচ্ছে, নির্বাচনে ক্ষমতাসীন ইউএসডিপির সঙ্গে নোবেল জয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের (এনএলডি) হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও ১৯৯০ সালের বাতিল হওয়া নির্বাচনে সুচির দল জয়লাভ করে। ওই নির্বাচনের ফলাফল জান্তা সরকার মেনে নেয়নি।

তারপর ২০১০ সালে নির্বাচন হলেও তাতে অংশ নেয়নি এনএলডি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।