ঢাকা: মিয়ানমারে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচনী এক কর্মকর্তা বিবিসিকে জানান, আগামী ৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
বুধবার আরো পরের দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
২০১০ সালে দেশটিতে সামরিক শাসনের অবসান হয়। এরপর থেকে সেনা সমর্থিত একটি বেসামরিক সরকার দেশ চালাচ্ছে।
ধারণা করা হচ্ছে, নির্বাচনে ক্ষমতাসীন ইউএসডিপির সঙ্গে নোবেল জয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের (এনএলডি) হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও ১৯৯০ সালের বাতিল হওয়া নির্বাচনে সুচির দল জয়লাভ করে। ওই নির্বাচনের ফলাফল জান্তা সরকার মেনে নেয়নি।
তারপর ২০১০ সালে নির্বাচন হলেও তাতে অংশ নেয়নি এনএলডি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
কেএইচ/