ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সেনা হত্যা মামলায় ২৪ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ইরাকে সেনা হত্যা মামলায় ২৪ জনের মৃত্যুদণ্ড ছবি : সংগৃহীত

ঢাকা: ইরাকে কয়েকশ’ সৈন্য হত্যা মামলায় ২৪ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে চারজনকে।



বুধবার (৮ জুলাই) দেশটির রাজধানী বাগদাদের বিচারিক আদালত এ আদেশ দেন। ইরাকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আবদুল-সাত্তার আল-বিরকদারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

আল বিরকদার জানান, গত বছর তিকরিতের কাছে সাবেক একটি মার্কিন ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অভিযানের সময় কয়েকশ’ সৈন্যকে হত্যায় জড়িত সন্দেহে বিভিন্ন সময়ে ২৮ জনকে আটক করে নিরাপত্তা বাহিনী। বছরখানেকের বিচার প্রক্রিয়া শেষে বুধবার তাদের মৃত্যুদণ্ড দিলেন আদালত।

‘ক্যাম্প স্পাইখার’ নামে ওই সেনা ঘাঁটিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয় শতাধিক লোকের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। ওই বর্বর হত্যাকাণ্ডেই প্রথম আইএস জঙ্গিদের নিষ্ঠুরতা প্রকাশ ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।