ঢাকা: কর ও অবসর ভাতা ব্যবস্থায় সংস্কারে সম্মত হয়েছে গ্রিস। তবে এর বিনিময়ে অন্তত তিন বছরের জন্য বেলআউট চুক্তি সম্পাদনে রাজি হতে হবে ইউরোপীয় ঋণদাতাদের।
ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম (ইএসএম) এর কাছে এক চিঠিতে গ্রিসের নতুন অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতস এ প্রস্তাব করেছেন।
চিঠিতে তিনি বলেন, যদি নতুন ঋণচুক্তি হওয়ার কোনো পথ থাকে, তাহলে আমরা যতো দ্রুত সম্ভব কর ও অবসর ভাতা সংক্রান্ত বিষয়গুলোতে সংস্কারে রাজি আছি। এমনকি তা আগামী সপ্তাহ শুরুর আগেও হতে পারে।
ইউরোজোন প্রতিষ্ঠার সময় থেকেই অভিন্ন মুদ্রা ‘ইউরো’র স্থায়ীত্ব নিশ্চিত করতে ইএসএম প্রতিষ্ঠা করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো।
চিঠিতে ইউক্লিড বলেন, গণভোটের আগে ঋণদাতাদের দেওয়া বেলআউট প্রস্তাবেও কর ও অবসর ভাতা ব্যবস্থায় সংস্কারের কথা বলা হয়েছিল। এখন আমরাও এ বিষয়ে কাজ করতে রাজি আছি।
তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশিদের কাছ থেকে নতুন চুক্তি আশা করছি। তবে সেই চুক্তিটাই আমাদের প্রত্যাশা, যা হবে দীর্ঘমেয়াদি, যাতে আমাদের অস্তিত্ব প্রকাশিত হবে ও যা আলোর পথ দেখাবে।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আরএইচ/