ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরীয় উদ্বাস্তুর সংখ্যা চল্লিশ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
সিরীয় উদ্বাস্তুর সংখ্যা চল্লিশ লাখ ছাড়িয়েছে ছবি: সংগৃহীত

ঢাকা: গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে প্রতিবেশি রাষ্ট্রগুলোয় আশ্রয় নেওয়াদের সংখ্যা চল্লিশ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থি বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বৃহস্পতিবার (০৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, সিরিয়া থেকে পালিয়ে যাওয়া বেশিরভাগ মানুষ প্রতিবেশি দেশগুলোর উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে।

এর মধ্যে শুধু তুরস্কেই আশ্রয় নিয়েছে বিশ লাখ উদ্বাস্তু।

প্রতিবেদনে ইউএনএইচসিআর জানায়, তুরস্কসহ বর্তমানে প্রতিবেশি রাষ্ট্রগুলোর শরণার্থি শিবিরে আশ্রয় নেওয়া সিরীয়র সংখ্যা চল্লিশ লাখ ১৩ হাজার। আর সিরিয়ার অভ্যন্তরে অন্য এলাকায় পাড়ি জমানোর সংখ্যা ৭৬ লাখের বেশি।

তুরস্ক ছাড়াও ইরাকে আড়াই লাখ, জর্দানে ৬ লাখ ২৯ হাজার, মিশরে ১ লাখ ৩২ হাজার, লেবাননে ১১ লাখ ৭৩ হাজার সিরীয় আশ্রয় নিয়েছে।

এ প্রতিবেদনে সিরিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করা ২ লাখ ৭০ হাজার অভিবাসন প্রত্যাশীকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।