ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৫ ব্লগার-সাংবাদিককে মুক্তি দিলো ইথিওপিয়া সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
৫ ব্লগার-সাংবাদিককে মুক্তি দিলো ইথিওপিয়া সরকার

ঢাকা: সরকারের সমালোচনা করে লেখালেখি করার জন্য আটক পাঁচ ব্লগার ও সাংবাদিককে মুক্তি দিয়েছে ইথিওপিয়া সরকার।

তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে মামলা করা হয়েছিল।

তবে এখনো চারজনকে আটক রয়েছেন।

বৃহস্পতিবার মানবাধিকার সংস্থাগুলো এ খবর দিয়েছে।

ব্লগার ও সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা জোন ৯ নামে একটি ব্লগে সরকারবিরোধী নিবন্ধ প্রকাশ করেন। এ ছাড়া তারা সরকারের নীতির কঠোর সমালোচনা করে ব্লগে লেখালেখি করতেন।

এ ঘটনার পর গত বছরের এপ্রিল মাসে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ এনে মোট নয় ব্লগার ও সাংবাদিককে আটক করে সরকার।

এদিকে, পাঁচ ব্লগার ও সাংবাদিক মুক্তির বিষয়ে সে দেশের সরকার কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পাঁচ সাংবাদিক ও ব্লগারের মুক্তির পর কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের দ্য ইস্ট আফ্রিকার প্রতিনিধি টম রোডেস বলেন, পাঁচ সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনো অনেক সাংবাদিক জেলে আটকা রয়েছেন।

এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ইথিওপিয়ায় সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়ে গেছে।

২০০৯ সালে ইথিওপিয়ায় সন্ত্রাস বিরোধী আইন পাস করা হয়। এতে সহিংসতা উস্কে দিতে পারে, এমন কোনো তথ্য প্রকাশ করা হলে তাকে ১০ থেকে ২০ বছরের কারাদণ্ডের সাজার ব্যবস্থা রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।