ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চেন্নাইয়ে এরোব্রিজে গোএয়ারের যাত্রীবাহী প্লেনের ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
চেন্নাইয়ে এরোব্রিজে গোএয়ারের যাত্রীবাহী প্লেনের ধাক্কা

ঢাকা: চেন্নাই বিমানবন্দরে এরোব্রিজের সঙ্গে গোএয়ারের একটি যাত্রীবাহী প্লেনের ধাক্কা লেগেছে। এতে বিমানটির একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।



শুক্রবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ২২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। প্লেনটিতে ১৬৮ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, গোএয়ারের এ৩২০ ফ্লাইটটি যখন চেন্নাই বিমানবন্দরে পৌঁছায়, তখন এরোব্রিজ অপারেটর ফোনে কথা বলছিলেন। এসময় প্রয়োজনের চেয়ে দ্রুত গতিতে চলছিল এরোব্রিজটি। ফলে প্লেনটির সঙ্গে ধাক্কা লাগে এর।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।