ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ায় সহিংসতায় জড়িত সন্দেহে আটক ৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আলজেরিয়ায় সহিংসতায় জড়িত সন্দেহে আটক ৩৮

ঢাকা: আলজেরিয়ায় ‍আরব ও বেদুইনদের মধ্যে প্রাণঘাতী জাতিগত সহিংসতায় জড়িত সন্দেহে ৩৮ জনকে আটক করেছে সেদেশের পুলিশ।

মঙ্গলবারের ওই সহিংসতার ঘটনায় শুক্রবার (১০ ‍জুলাই) দেশের দক্ষিণাঞ্চলের প্রদেশ ঘার্দাইয়া থেকে তাদের আটক করা হয়।

এসময়  একটি শিকারি বন্দুক, কয়েকডজন ছুরি ও কিছু ককটেল জব্দ করা হয়।

প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে আলজেরীয় রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মঙ্গলবারের সহিংসতায় ২২ জনের প্রাণহানির ঘটনায় ঘটনাস্থলের আশপাশে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ২৭ জনকে আটকের পর শুক্রবার ভোরে আটক করা হয় আরও ১১ জনকে।

অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনিক কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।