ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোর ইতালিয়ান কনস্যুলেটে বিস্ফোরণে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
কায়রোর ইতালিয়ান কনস্যুলেটে বিস্ফোরণে নিহত ১ ছবি: সংগৃহীত

ঢাকা: মিশরের রাজধানী কায়রোর ইতালির কনস্যুলেটে বোমা হামলা হয়েছে। এতে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।



মিশরের স্বাস্থ্যমন্ত্রী জানান, শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত হয়েছেন। চারজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানায়, হামলার সময় দূতাবাস বন্ধ ছিল। সন্ত্রাসীরা গাড়ি বোমার মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়। তবে এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

গত মাসে মিশরের সরকারি কৌঁসুলী হিশাম বারাকাততে কায়রোতে গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়। একই মাসে থানা লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হন।

গত দুই বছরে মিশরে জঙ্গিরা কমপক্ষে ৬০০ জন পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যা করে। ২০১৩ সালে ইসলামপন্থি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে জঙ্গি হামলা আরো বেড়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘন্টা, জুলাই ১০, ২০১৫/ আপডেট: ১৩২৪ ঘণ্টা.
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।