ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে শীর্ষ আদালতের বিচারকের বিরুদ্ধে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
চীনে শীর্ষ আদালতের বিচারকের বিরুদ্ধে তদন্ত শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের শীর্ষ আদালতের এক বিচারকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দূর্নীতি, অনিয়ম ও শৃঙ্ক্ষলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন।



চীনা দূর্নীতি দমন কর্পোরেশনের বরাত দিয়ে রোববার (১২ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে দূর্নীতি দমন কমিশন জানিয়েছে, সুপ্রিম পিপল’স কোর্টের ভাইস প্রেসিডেন্ট শি শিয়াওমিংয়ের (৬১) বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

শি শিয়াওমিংকে অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি বিবৃতিতে। তবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে তার জীবনচরিত সরিয়ে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দূর্নীতি বিরোধী অভিযান শুরুর পর চীনা কমিউনিস্ট পার্টির বি‍চার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে শি শিয়াওমিংই প্রথম উৎখাত হচ্ছেন বলে মনে করা হচ্ছে। চার দশক ধরে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য। এর আগে দেশটির সাবেক অভ্যন্তরীন নিরাপত্তা প্রধান ঝৌ ইয়ংক্যাং দূর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে তার পদ থেকে অপসারিত হন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।