ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছে উ. কোরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে উত্তর কোরিয়ার সরকার। সাবেক প্রতিরক্ষামন্ত্রী হিউ ইয়ং চোলকে বিমান বিধ্বংসী কামানের গোলায় উড়িয়ে দেওয়ার খবর প্রকাশের তিন মাস পর এ পদে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হলো।



উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ এক খবরে জানিয়েছে, শনিবার (১১ জুলাই) চার তারকা জেনারেল পাক ইয়ং-সিককে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে কিম জং-উন প্রশাসন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, চলতি বছর মে মাসে পাক ইয়ং-সিককে চার তারকা জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়।

এদিকে, নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের ঘোষণা সাবেক প্রতিরক্ষামন্ত্রী হিউকে কামানের গোলায় উড়িয়ে দেওয়ার খবরকেই সত্য প্রমাণিত করলো বলে সমালোচকরা বলছেন।

গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম এক খবরে জানায়, উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং-উনের এক অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ার অপরাধে বিমান বিধ্বংসী কামানের গোলায় উড়িয়ে দেওয়া হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরএইচ

** এবার প্রতিরক্ষামন্ত্রীকে কামানে উড়িয়ে দিলেন কিম জং উন
** বেঁচে আছেন উ.কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।