ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

ঢাকা: আফগানিস্তানের খোস্ত প্রদেশে সেনা বেসক্যাম্পের কাছে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন।

একটি প্রাইভেটকারে এসে বেসক্যাম্পের চেকপয়েন্টের কাছে বোমাটির বিস্ফোরণ ঘটায় হামলাকারী।

নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

রোববার (১২ জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের সেনা বেসক্যাম্পের সামনে এ হামলা ঘটে বলে সংবাদমাধ্যম জানায়।
 
খোস্ত প্রদেশের পুলিশের মুখপাত্র ফয়েজুল্লাহ ঘাইরাত জানান, বেসক্যাম্পের মুখে ব্যারিকেডের কাছাকাছি শক্তিশালী বোমাটির বিস্ফোরণ ঘটে। ক্যাম্পটিতে আফগানিস্তানের সেনা সদস্যদের সঙ্গে বিদেশি সেনারাও অবস্থান করে।

কিছুদিন আগেও এই বেসক্যাম্পটি মার্কিন সেনা ঘাটি হিসেবে ব্যবহৃত হতো।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।