ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে পদদলিত হয়ে ২২ পুণ্যার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
অন্ধ্র প্রদেশে পদদলিত হয়ে ২২ পুণ্যার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশে হিন্দু ধর্মাবলম্বীদের এক ধর্মীয় স্নান উৎসবে পদদলিত হয়ে অন্তত ২২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজ্য প্রশাসক অরুণ কুমারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

অরুণ কুমার জানিয়েছেন, রাজ্যের রাজামুন্দ্রিতে গোদাবরি নদীর তীরে ঘটনার দিন হাজার হাজার তীর্থযাত্রী পূণ্যস্নানের জন্য জমায়েত হন। এসময় হুড়োহুড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কয়েকজন পুণ্যার্থী ভিড়ের মধ্যে তাদের জুতা উদ্ধারের চেষ্টা করার সময় হুড়োহুড়ির সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।