ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘পারমাণবিক অস্ত্র ছাড়াই ইরান হুমকি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
‘পারমাণবিক অস্ত্র ছাড়াই ইরান হুমকি’ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ঢাকা: নিষেধাজ্ঞার খাড়া কাটিয়ে ইরান এক সময় আবার পরমাণু কর্মসূচিতে ফিরে যাবে বলে যারা মনে করছেন, তারা ভুল। পারমাণবিক অস্ত্র ছাড়াই ইরান বিশ্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।



বুধবার (১৫ জুলাই) ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা ও সমালোচকদের জবাব দিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওবামা। এসময় তিনি এ চুক্তিকে ‘ওয়াশিংটন ডিসি’র শক্তিশালী নেতৃত্ব ও কূটনীতির ফসল’ বলে মন্তব্য করে মার্কিন কংগ্রেসের প্রতি তা সমর্থন দেওয়ার আহ্বান জানান।

ওবামা বলেন, চুক্তির একমাত্র উদ্দেশ্য ছিল পারমাণবিক বোমা তৈরিতে ইরানের সব পথ রুদ্ধ করা। আমি এখন আস্থার সঙ্গে বলতে পারি, ইরান আর কখনোই এ বোমা তৈরির পরিস্থিতিতে যাবে না।

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও কংগ্রেস, দু’টো স্থানেই বিরোধী দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ। আর ইরানের সঙ্গে চুক্তি সম্পাদন করতে হলে এই প্রস্তাব কংগ্রেসে পাশ হতে হবে। চলতি বছর প্রথমদিকে মার্কিন আইনপ্রণেতারা চুক্তিটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে ৬০ দিনের সময় নির্ধারণ করে একটি প্রস্তাব পাশ করে।

সংবাদ সম্মেলনে ওবামা বলেন, কোনো চুক্তি সম্পাদন করতে না পারলে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এই অঞ্চলের অন্যান্য দেশও পারমাণবিক অস্ত্র তৈরিতে উৎসহিত হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।