ঢাকা: ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু আলোচনা সফল হওয়ায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার (১৫ জুলাই) টেলিফোনে ওবামা পুতিনকে ধন্যবাদ জানান বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ।
বিবৃতিতে বলা হয়, পরমাণু চুক্তিতে সফলতা অর্জনে বিশেষ ভূমিকা রাখায় প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় দুই নেতা এ ব্যাপারে ও বিশ্বজুড়ে আঞ্চলিক অস্থিরতা নিরসনে আরও ঘণিষ্ঠ হয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় সিরিয়া সংকট।
বিবৃতিতে ইউক্রেন ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানায়নি হোয়াউট হাউজ।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএইচ