ঢাকা: ভারতের আসামে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন দেড় শতাধিক গ্রামের ৬৫ হাজারের বেশি অধিবাসী।
আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, রাজ্যের ধেমাজি, লখিমপুর ও সুনিতপুর জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সুনিতপুরে সাতটি আশ্রয় ও ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ৭ হাজার ৭১২ জনকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এএসডিএমএ আরও জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় বুধবার (১৫ জুলাই) রাত থেকে আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশেও পানির উচ্চতা বাড়তে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএইচ/