ঢাকা: ইয়েমেনের বন্দরনগরী আদেনে এসে পৌঁছেছেন দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারের কয়েকজন মন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তা। শিয়াপন্থি হুথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের অনুগত বাহিনীর তাড়া খেয়ে দেশত্যাগের পর এই প্রথম তারা জন্মভূমিতে পা রাখলেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিবেশি দেশ সৌদি আরব থেকে তারা হেলিকপ্টারে করে আদেনে অবতরণ করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর আগের দিন বুধবার (১৫ জুলাই) হুথিদের কাছ থেকে বন্দরনগরী আদেন ছিনিয়ে নেয় নির্বাসিত বর্তমান প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনী।
ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্ট মনসুর হাদির নির্দেশেই মন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তাদের দলটি আদেনে এসেছেন। দেশে স্থিতিশীলতা আনতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্যই এখানে তাদের পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএইচ