ঢাকা: মেক্সিকোর কারাগার থেকে গত শনিবার (১১ জুলাই) পালিয়ে যান কুখ্যাত মাদক সম্রাট গুজমান। কারাগারের নিচ দিয়ে খোঁড়া দেড় কিলোমিটার লম্বা সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান তিনি।
কারা কর্মকর্তারা বলছেন, পালিয়ে যাওয়ার রাস্তা তৈরি করতে অন্তত ৩৫২ দিন সময় লেগেছে।
‘এল শাপো’ কারাগারের সিসিটিভির ক্যামেরায় দেখা যায়, কয়েদির পোশাক পরা অবস্থায় পায়চারি করছিলেন তিনি। কয়েকবার এদিক-ওদিকে হেঁটে কারাকক্ষের লাগোয়া স্নানঘরে যান। স্নানের জায়াগাটায় গিয়ে উবু হন। ওই জায়াগাটা পর্দায়ে থাকায় এ সময় তিনি ঠিক কী করছিলেন, তা আর সিসি ক্যামেরায় ধরা পড়েনি।
কিছুক্ষণ পর স্নানঘর থেকে ফিরে এসে খাটে বসেন তিনি। জুতা বদলে আবার স্নানঘরে যান। আবারও উবু হতে দেখা যায় তাকে। এরপরই একেবারে উধাও!
মেক্সিকোর জাতীয় নিরাপত্তা কমিশনার মন্তে আলেহান্দ্রো রুবিদো বলেন, গুজমানের আচরণের মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না। আর দশটা সাধারণ কয়েদি যেমন আচরণ করেন, তেমনটাই তিনি করেছিলেন।
গুজমানকে পালাতে সহায়তা করেছেন সন্দেহে ২২ জন কারা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
কেএইচ/