ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সাংবাদিককে ‘ননসেন্স’ বললেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
সাংবাদিককে ‘ননসেন্স’ বললেন ওবামা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ঢাকা: জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে অবিবেচক (ননসেন্স) বলে মৃদু ভৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি পরবর্তী ওবামার ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকের জিজ্ঞাসা ছিল- কয়েকজন মার্কিন নাগরিক ইরানের কারাগারে বন্দি থাকাকালীন সময়ে তাদের সঙ্গে পারমাণবিক চুক্তি কেন?

এতেই মেজাজ হারান ওবামা।

নরম সুরে তার ঝাঁঝালো উত্তর- প্রশ্ন শুনে মনে হচ্ছে, মার্কিন নাগরিক বন্দি থাকার পরও আমি খুশিতে মার্কিনিদের সঙ্গে বিজয় উদযাপন করছি।

তারপর প্রশ্নকর্তা হোয়াইট হাউজের সিবিএস নিউজ রিপোর্টার মেজর গ্যারেটের নাম উল্লেখ করে ওবামা বলেন, মেজর, এটি অবিবেচকের মতো প্রশ্ন। আপনার আরো জেনে কথা বলা উচিত।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।