ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গুলিতে চার সেনা নিহত

হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংশ্লিষ্টতা নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংশ্লিষ্টতা নেই ছবি: সংগৃহীত

ঢাকা: গুলি করে চার মার্কিন সেনাকে হত্যার সঙ্গে কোনো আন্তর্জাতিক জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। মার্কিন ফেডারেল তদন্তকারী দল এ কথা জানিয়েছে।



বৃহস্পতিবার (১৬ জুলাই) নেভির মিলিটারি রিক্রুটমেন্ট সেন্টারের সামনে গুলি করে চারজনকে হত্যা করে বন্দুকধারী। পরে পুলিশের গুলিতে সেও নিহত হয়।

এছাড়া এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হন।

বিবিসির খবরে বলা হয়, কুয়েতে জন্ম নেওয়া ২৪ বছর বয়সী মোহাম্মাদ ইউসুফ আব্দুল আজিজ নামে ওই সন্দেহভাজন বন্দুকধারী বেশ কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিল। পুলিশ গতবছর তাকে আটকও করে।

প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
কেএইচ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।