ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হুথিদের হটিয়ে এডেন সরকারের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
হুথিদের হটিয়ে এডেন সরকারের নিয়ন্ত্রণে ছবি : সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের দক্ষিণাঞ্চীয় শহর এডেন থেকে হুথি বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে দেশটির সরকারি বাহিনী। এডেনের নিয়ন্ত্রণ নিয়ে গত চারমাস লড়াইয়ের পর শহরটি ‘শত্রুমুক্ত’ হলো।



ইয়েমেনের নির্বাসিত ভাইস প্রেসিডেন্ট খালেদ বাহাহ শুক্রবার (১৭ জুলাই) শহর পুনর্দখলের খবর নিশ্চিত করে বলেন, তার সরকার শহরের মৌলিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাবে।

আরব নিউজ জানায়, এডেন মুক্ত হওয়ার খবর ইয়েমেনবাসীর ঈদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে। শহরের রাস্তায় মানুষের ঢল নামে। এদিন প্রচুর ব্যক্তিগত গাড়ি দেখা গেছে।
 
৩৫ বছর বয়সী মাছ বিক্রেতা ওয়াসিম আল-হিশওয়া বলেন, চারমাস কষ্টের পর আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পেরে আনন্দিত। কিন্তু এখনো পানি-বিদ্যুতের মতো অনেক সঙ্কট রয়ে গেছে।

এডেনের স্থানীয় যোদ্ধাদের মুখপাত্র আলি আল-আহমাদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, লড়াইয়ে হেরে শতাধিক হুথি বিদ্রোহীরা আত্মসমর্থন করেছে।

গত চারমাস ধরে এডেনকে মুক্ত করতে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালাচ্ছে।

তবে প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায় এখনও এডেনের কোন কোন স্থানে লড়াই চলছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।