ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আকস্মিক সফরে ইরাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
আকস্মিক সফরে ইরাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা: আকস্মিক সফরে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশটি সফরে এলেন কার্টার।



বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে একটি বিশেষ উড়োজাহাজে চড়ে বাগদাদে অবতরণ করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম বলছে, ইরাকের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানকার নেতা ও যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের সঙ্গে কথা বলতে কার্টার এ অঘোষিত সফরে এসেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, যুদ্ধবিধ্বস্ত ইরাকের বর্তমান নিয়ন্ত্রণ নিয়ে বাগদাদের শিয়াপন্থি সরকার ও সুন্নি-কুর্দিদের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার তাগাদা দিতেও সফরে আলোচনা করতে পারেন কার্টার। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় সেখানে দায়িত্বরত মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে কথাও বলতে পারেন প্রতিরক্ষামন্ত্রী।

‘শান্তি প্রতিষ্ঠা’য় সরকারি বাহিনীকে সহযোগিতা করতে ইরাকে বর্তমানে ৩৩শ’ ৬০ জন সেনা অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।