ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সিনেমা হলে বন্দুকধারীর হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
যুক্তরাষ্ট্রে সিনেমা হলে বন্দুকধারীর হামলায় নিহত ২ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।


 
৫৮ বছর বয়সী ওই বন্দুকধারী নিজেকেও গুলি করেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, লুইসিয়ানার লাফায়েত্তি এলাকার একটি সিনেমা হলে হাতবন্দুক নিয়ে প্রবেশ করে ওই বন্দুকধারী অর্তকিত হামলা চালিয়ে দুই জনকে হত্যা করে। এরপর নিজেকে গুলি করে।

প্রায় ২০ মিনিট ধরে তাণ্ডব চালানো ওই বন্দুকধারীর বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত দেড়টা) এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ প্রধান জিম ক্রাফট।

হামলার সময় অন্তত একশ’ জন সিনেমা হলটিতে অবস্থান করছিলেন।

এর আগে ২০১২ সালের জুলাইয়ে ডেনভারের একটি সিনেমা হলে ব্যাটম্যান: দ্য ডার্ক নাইট রাইসেস’র প্রিমিয়ার শোতে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত হন। আহত হন আরো ৭০ জন।

জেমস হোমস (২৭) নামে ওই বন্দুকধারীকে সম্প্রতি জুরি বোর্ড মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর নতুন এ ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১১৩০ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।