ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

তবে, ভূমিকম্পের পর তৎক্ষণাৎ কোনো সুনামি সতর্কতা দেওয়া হয়নি।

রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাভা দ্বীপের পূর্বাঞ্চলে কারাজান তামবাক্রেজো গ্রামে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়াবিজ্ঞান ও ভূপদার্থবিদ্যা বিভাগের কর্মকর্তা মোছাম্মদ রিয়াদি সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পের পর তৎক্ষণাৎ কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পার্শ্ববর্তী জনপদ থেকে যথেষ্ট দূরে সাগরে, এ কারণে কোনো সুনামি সতর্কতা দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

টেকটনিক প্লেটের সংঘর্ষস্থল প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। অনেক সময় বড় ধরনের ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়। ২০০৪ সালে দেশটির সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামির আঘাতে প্রায় তিন লাখ মানুষের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫/আপডেট ১৭০২ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।