ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যে কষ্ট রয়েই গেল আবদুল কালামের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
যে কষ্ট রয়েই গেল আবদুল কালামের এপিজে আবদুল কালাম / ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ‘মিসাইলম্যান’ খ্যাত সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।
কর্মবহুল-বর্ণাঢ্য জীবনে বহু প্রাপ্তির সঙ্গে তার কিছু অপ্রাপ্তিও ছিল।

যেমন: তার বাবা-মার জীবদ্দশায় তাদের ঘরে ২৪ ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা না করতে না পারা তার সারা জীবনের একটি দুঃখ ছিল।

আবদুল কালামের শেষ দিনগুলোর ঘনিষ্ঠ সহযোগী সৃজন পাল সিং এ সম্পর্কে বলেন, সারা জীবনে এটি একটি কষ্টের কারণ ছিল ভারতরত্নের।

সাবেক রাষ্ট্রপতির শেষ ইচ্ছা সম্পর্কে সাংবাদিকদের সৃজন পাল বলেন, তিনি সবসময় দেশের শত কোটি মানুষের মুখে হাসি দেখতে চাইতেন।

তিনি বলেন, আবদুল কালাম প্রত্যন্ত অঞ্চলের উন্নতি ও তরুণদের ক্ষমতায়ন দেখতে চেয়েছিলেন।

১৯৩১ সালের ১৫ অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বিজ্ঞানী এপিজে আবদুল কালাম। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
কেএইচ

** এপিজে আবদুল কালামের ভাগ্যগড়ার বিশ্বাস
** মৃত্যুর আগেই মারার দায় নীরার!
** অন্তিমযাত্রার আগে জীবনের শেষ ‍ছবি
** একজন আবদুল কালাম: পরশ পাথর, শিক্ষক এবং পথপ্রদর্শক
** আবদুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার
** ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে হাইকমিশনে শোকবই
** বাসভবনে আবদুল কালামের মরদেহ
** দিল্লি পৌঁছেছে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের সম্মানে বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
** আবদুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়া তামিলনাড়ুতে

** লন্ডনে নৈশভোজ-বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল মমতার

** ‘পারলে একদিন অতিরিক্ত কাজ করবে’
** আবদুল কালামের স্মরণে ভারতীয় সংসদে নিরবতা
** আবদুল কালামের শেষ টুইট
** দুপুরে দিল্লি পৌঁছুবে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের সেরা ১০ উক্তি
** দিল্লি নেওয়া হচ্ছে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের যে ইচ্ছা অপূর্ণই রয়ে গেলো
** টুইটারে আবদুল কালামকে শ্রদ্ধাভরে স্মরণ
** এপিজে আবদুল কালাম আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।