ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বোকো হারামের কবল থেকে মুক্ত আরও ৭১ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
বোকো হারামের কবল থেকে মুক্ত আরও ৭১ জন ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে আরও ৭১ জনকে মুক্ত করেছে নাইজেরীয় সেনাবাহিনী। এদের মধ্যে ২৯ জন নারী ও ২৫ জন শিশু রয়েছেন।

 

নাইজেরীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আইটি গুসাউ জানিয়েছেন, মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে দু’টো গ্রামে মুক্তি পাওয়ারা বন্দিদশায় ছিলেন। এদের মধ্যে অভিযান চালিয়ে বুধবার (২৯ জুলাই) ১২ জনকে ও বৃহস্পতিবার (৩০ জুলাই) ৫৯ জনকে মুক্ত করে সেনাবাহিনী।

 

মুক্তি পাওয়া কয়েকজন এক বছরেরও বেশি সময় বোকো হারামের হাতে বন্দি ছিলেন জানিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, অভিযানের সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

 

মুক্তির পর ইয়াগানা কিয়ারি নামের এক নারী একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, সেখানে প্রতিনিয়ত আমি মৃত্যুর অপেক্ষা করতাম।

 

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকেও ২১ শিশুসহ ৩০ বন্দিকে বোকো হারামের কবল থেকে মুক্ত করা হয়েছে বলে জানায় নাইজেরীয় সেনাবাহিনী।

 

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫

আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।