ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসন প্রত্যাশী ঠেকাতে সীমানা প্রাচীর দিচ্ছে হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
অভিবাসন প্রত্যাশী ঠেকাতে সীমানা প্রাচীর দিচ্ছে হাঙ্গেরি ছবি: সংগৃহীত

ঢাকা: অভিবাসন প্রত্যাশী ঠেকাতে সীমান্তে প্রাচীর বসাচ্ছে হাঙ্গেরি। দেশে অনুপ্রবেশ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



চলতি বছরে এরই মধ্যে এক লাখের বেশি অভিবাসন প্রত্যাশী হাঙ্গেরিতে ঢুকে পড়েছে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিয়ার সঙ্গে সীমান্তে চার মিটার উঁচু সীমানা প্রাচীর নির্মানের সিদ্ধান্ত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আফ্রিকা অথবা মধ্যপ্রাচ্য থেকে অভিবাসন প্রত্যাশীরা প্রথমে গ্রিসে পৌঁছায়। তারপর আলবেনিয়া ও সার্বিয়ার ওপর দিয়ে স্লোভেনিয়া ও হাঙ্গেরিতে প্রবেশ করে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।