ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যায় মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
বন্যায় মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় পুরো দেশই ভেসে গেছে বন্যার জলে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৬ জনে দাঁড়িয়েছে।

এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের পরিচালক দও ফিউ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিপুল সংখ্যক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশের বহু বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ও কৃষিজমির ক্ষতি হয়েছে।

এর আগে মায়ানমারের চার রাজ্যে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট থেইন সেইন। এগুলো হল- চিন, মাগউই, সাগাইং ও রাখাইন।

এদিকে, ভূমিধসে চিন রাজ্যের রাজধানী হাকায় সাত শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই রাজ্যের একাংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাখাইন রাজ্যের প্রায় দেড় লাখ মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিতে বাধ্য হয়েছে। এদের বেশিরভাগই রোহিঙ্গা জনগোষ্ঠী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
আরএইচ

** মায়ানমারে বন্যায় ২৭ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।