ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে আরও হামলার হুমকি আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
সৌদি আরবে আরও হামলার হুমকি আইএসের

ঢাকা: সৌদি আরবে আরও হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির সংশ্লিষ্ট একটি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক অডিও বার্তায় এ হুমকি দেওয়া হয়।



বৃহস্পতিবার (০৬ আগস্ট) স্থানীয় সময় দুপুরে যোহরের নামাজ চলাকালে ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আসিরের আভা শহরে একটি মসজিদে হামলা চালানো হয়। এ ঘটনায় ১৫ জন নিহত হন। পরবর্তীতে আইএসের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়।

দায় স্বীকার করে বিবৃতি দেওয়ার পর টুইটারে ওই অডিও বার্তা পোস্ট করা হয়। এতে বলা হয়, মার্কিন নেতৃত্বে সিরিয়া ও ইরাকে আইএস বিরোধী অভিযানে অংশ নেওয়ার অপরাধে সৌদি শাসকগোষ্ঠী ও সেনাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না।

এসময় হুমকিদাতা অন্যসব জঙ্গিগোষ্ঠীর প্রতিও আত্মঘাতী হামলা চালানোর আহ্বান জানিয়ে বলে, বন্দুক হামলার চেয়ে এ ধরনের হামলা বেশি কার্যকর।

** সৌদি মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।