ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সুদেলরের আঘাতে চীনে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
সুদেলরের আঘাতে চীনে ৮ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: প্রশান্ত মহাসাগরে উৎপন্ন সুপার টাইফুন ‘সুদেলর’র আঘাতে চীনের পূর্বাঞ্চলে আট জনের মৃত্যু হয়েছে।

রোববার (০৯ আগস্ট) ঝড়টি দেশটির ঝেজিয়াং ও জিয়াংশি প্রদেশে আঘাত হানে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম শিনহুয়া।

এর ফলে আক্রান্ত এলাকায় শতাধিক ফ্লাইট বাতিলসহ দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (০৮ আগস্ট) টাইফুনটি তাইওয়ানে আঘাত হানার পর একই দিন স্থানীয় সময় রাতে চীনের ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়ে। তাইওয়ানে ঝড়ের কবলে পড়ে ছয় জনের মৃত্যু হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, রোববারের আঘাতে ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংঝৌ শহরে আটজনের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত এলাকাগুলোয় ভারী বৃষ্টি ও ঝড়োহাওয়া অব্যাহত ছিলো। সেই সঙ্গে বন্যা ও ভূমিধসের ঘটনাও ঘটেছে এসব এলাকায়।

** সুদেলরের আঘাতে তাইওয়ানে মৃতের সংখ্যা বেড়ে ৬

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।