ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে রাস্তায় পুঁতে রাখা বোমায় চার পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
তুরস্কে রাস্তায় পুঁতে রাখা বোমায় চার পুলিশ নিহত সংগৃহীত

ঢাকা: তুরস্কে রাস্তায় পুঁতে রাখা বোমার আঘাতে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের সির্নক প্রদেশের সিলোপি জেলায় এ ঘটনা ঘটে বলে দেশটির বেসরকারি সংবাদসংস্থা দোগান জানিয়েছে।



স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ ঘটনায় কুর্দিশ জঙ্গিদের হাত থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।

তুরস্কের ইস্তানবুলে এক থানায় ও মার্কিন কনস্যুলেটে জোড়া হামলার কিছু পরই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দোগান।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
আরএইচ

** ইস্তাম্বুলের মার্কিন কন্স্যুলেটে হামলা
** ইস্তাম্বুলে থানায় বোমা হামলা, আহত ৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।