ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বুরুন্ডির সাবেক সেনা প্রধানকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
বুরুন্ডির সাবেক সেনা প্রধানকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: বুরুন্ডির সাবেক সেনাবাহিনীর প্রধানকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দেশটির রাজধানী বুজুমবুরায় নিজ বাসভবনের সামনে তাকে হত্যা করা হয়।



বিবিসির খবরে বলা হয়, কর্নেল জিন বিকোমাগুকে বাড়ির ফটক থেকে বের হওয়ার সময় গুলি করা হয়। তিনি বুরুন্ডির গৃহযুদ্ধের সময় সেনাবাহিনীর নেতৃত্ব দেন।
এ ঘটনায় বিকোমাগুর এক মেয়েও গুরুতর আহত হয়েছেন।  

প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সর্বশেষ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।