ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী ৬৮ ভারতীয় আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী ৬৮ ভারতীয় আটক ছবি: প্রতীকী

ঢাকা: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের দায়ে ৬৮ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের একটি বন্দিশালায় রাখা হয়েছে।



মার্কিন অভিবাসন ও কাস্টমসের আইনপ্রয়োগকারী (আইসিই) বিভাগের বরাত দিয়ে রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

আইসিই থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক সংগঠন নর্থ আমেরিকান পাঞ্জাবি অ্যাসোসিয়েশনের (নাপা) পরিচালক সন্তম সিং চালাল জানান, এ ৬৮ জনের মধ্যে অর্ধেকেরও বেশিকে আটক করা হয়েছে গত একমাসে। তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় পাকড়াও হন।

আবার ‍আটককৃতদের মধ্যে বেশিরভাগই পাঞ্জাব বলে জানান সন্তম সিং চালাল।

তিনি আরও জানান, এই বৈধ কাগজপত্রহীন ভারতীয়রা যুক্তরাষ্ট্রের বন্দিশালায় থাকবে নাকি তাদের ফেরত পাঠানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে কয়েকমাস লেগে যেতে পারে।

এজন্য আটক ভারতীয়রা হতাশায় ভেঙে পড়েছেন বলেও জানান সামাজিক সংগঠনটির এ নেতা।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।